অর্জুন গাছের ছাল কি কাজে লাগে

 অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, সেগুলো জানতে এই আর্টিকেলটি পড়ুন। যারা ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে জানতে আগ্রহী, তারা এই লেখাটি পড়ে জেনে নিন- অর্জুন গাছের ছাল কি কাজে লাগে? এখানে বিস্তারিত তুলে ধরা হবে যে, অর্জুন গাছের ছাল কি কাজে লাগে?

অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, এবং এই ছাল বা বাকলের সাইড এফেক্টগুলো কি- এই সবকিছু জানতে পারবেন। পুরো লেখাটি পড়ুন এবং জেনে নিন, অর্জুন গাছের ছাল কি কাজে লাগে?

পেজ সূচি:

ভূমিকা:

যারা অ্যালোপেথিক বিভিন্ন মেডিসিন নিয়েও ভালো ফল পাচ্ছেন না, বিভিন্ন শারীরিক জটিলতা লেগেই আছে, তারা ভেষজ চিকিৎসার দিকে আসতে পারেন। কারণ ভেষজ উদ্ভিদ থেকে তৈরি ঔষুধগুলো অধিক কার্যকরী।

আমাদের আজকের টপিক হলো- অর্জুন গাছের ছাল কি কাজে লাগে? অর্জুন গাছের রয়েছে যাদুকরী ঔষধি গুণাগুণ। এই লেখাটি পড়ে অর্জুন গাছ সম্পর্কে অনেক তথ্য জানবেন এবং অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, এগুলো সবই জানতে পারবেন।

অর্জুন গাছ কি ও এর বৈশিষ্ট্য:

যদিও আমাদের দেশে অর্জুন গাছ প্রচুর রয়েছে। কিন্তু অনেকেই আছে যারা অর্জুন গাছ সম্পর্কে অনেক তথ্য জানে না। অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, এগুলো জানার আগে অর্জুন গাছ সম্পর্কে আমরা কিছু জানবো।

অর্জুন গাছের পাতা অনেকটা পেয়ারা গাছের পাতার মতো, এর ফল আকারে লম্বা হয়। এই গাছের ফুল জুন থেকে জুলাইতে দেখা যায়। এর বৈজ্ঞানিক নাম- টার্মিমিনেলিয়া অর্জুন। প্রধান ঔষধি গাছগুলোর মধ্যে অন্যতম হলো অর্জুন গাছ। এর ছাল বা বাকল ঔষধি গুণসম্পন্ন। অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, সেগুলোই এখানে তুলে ধরবো।

আরো পড়ুন: পেয়ারা পাতার উপকারিতা ও অপকারিতা

প্রাচীনকাল থেকেই অর্জুন গাছের ছাল-বাকল বিভিন্ন ঔষধি কাজে লাগানো হয়। অর্জুন গাছের ছাল-বাকল পাউডার, ডিকোশন, স্কুর প্রভৃর্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই লেখাটিতে পরবর্তীতে তুলে ধরা হবে- অর্জুন গাছের ছাল কি কাজে লাগে?

অর্জুন গাছের ছাল কি কাজে লাগে?

অর্জুন গাছের বৈশিষ্ট্য সম্পর্কে জানলেন। এবার অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, সেগুলো বর্ণনা করবো। সত্যি বলতে, অর্জুন গাছের ছাল-বাকলের যাদুকরী গুণাগুণ বলে শেষ করা যাবে না। অসংখ্য ঔষধি গুণে ভরা অর্জুন গাছের ছাল:

১. হৃদদরোগের উপশম:

যাদের হার্টের প্রদাহ ও অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যায় ভুগছেন, তারা অর্জুন গাছের ছালের পাউডার ও বন্য পেঁয়াজ একসাথে মিশিয়ে আধা চা চামচ করে দুধে মিশিয়ে প্রতিদিন খেতে পারেন। অনেক উপকার পাবেন। যাদের হার্টে ব্লক হয়েছে, তারা প্রতিদিন খাওয়ার পরে অর্জুন গাছের বাকলের দুই চা চামচ পাউডার এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন। টানা দুই তিনমাস খেলে অসাধারণ ফল পাবেন।

২. ত্বকের যত্নে:

অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, আপনি সেগুলো জানলে অবাক হয়ে যাবেন। ত্বকের যত্নে অর্জুন গাছের ছাল চমৎকার কাজ করে। আপনি যদি প্রতিদিন অর্জুন গাছের ছাল, বাদাম, কর্পূর মিশিয়ে পেস্ট করে মুখে লাগান তবে ত্বকের বলিরেখা, ব্রণের দাগ, মেছতা দূর হবে।

৩. চুলের যত্নে:

যাদের অল্প বয়সে চুল সাদা হওয়ার সমস্যা রয়েছে, চুল ওঠা, চুলে রুক্ষ ভাব- এই সমস্যাগুলো দূর করতে অর্জুন গাছের ছালের পাউডারের সাথে হেনার মিশিয়ে একটা হেয়ার প্যাক তৈরি করে নিন।

আরো পড়ুন: থানকুনি পাতা খাওয়ার উপকারিতা ও অপকারিতা

প্রতিদিন গোসলের আগে চুলে লাগান। চুলের সমস্যাগুলো ক্রমেই কমতে শুরু করবে। অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, সেগুলো মনোযোগ দিয়ে পড়ে জেনে নিন।

৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণ:

প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে অর্জুন গাছের ছালের পাউডার, দেশী জামের বীজের গুড়া একগ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খান। আপনার রক্তের সুগার লেভেল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ডায়াবেটিস থেকে পরিত্রাণ পাবেন।

৫. স্থূলতার সমস্যা সমাধান:

অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, তা বলে শেষ করা যাবে না। প্রতিদিন অর্জুন গাছের ছাল-বাকলের পাউডার পানিয়ে মিশিয়ে খেলে, এটা শরীরের মেদ কমায়। একমাস খেয়ে দেখুন, ফলাফল দেখে হতবাক হয়ে যাবেন।

৬. প্রস্রাবের সমস্যা দূরীকরণ:

যাদের প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রদাহের সমস্যা আছে, তারা একটা কাজ করতে পারেন। অর্জুন গাছের ছাল পানিতে দিয়ে সিদ্ধ করুন। অনেকক্ষণ সিদ্ধ করার ফলে পানি অর্ধেক হয়ে আসলে ছালগুলো ফেলে দিয়ে সেই পানি নিয়মিত পান করুন। প্রস্রাবের সমস্যা দূর হবে।অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, জানতে থাকুন।

৭. উচ্চ রক্তচাপের চিকিৎসা:

যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা প্রতিদিন অর্জুন গাছের ছাল সিদ্ধ করা পানির সাথে দুই চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এতে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। ফলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয়।

অর্জুন গাছের ছালের অপকারিতা:

অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, সেগুলো জানার পাশাপাশি এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সতর্ক থাকা জরুরি:

  • গর্ভবতী নারীরা অর্জুন গাছের ছাল ঔষধি হিসেবে গ্রহন করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিবেন।
  • ডায়াবেটিস রোগীদের জন্য অর্জুন গাছের ছাল উপকারী হলেও টাইপ ২ ডায়াবেটিসের রোগীরা একটু সাবধান থাকবেন।
  • যাদের এলার্জি জাতীর সমস্যা মারাত্মক পর্যায়ে, তারাও অর্জুন গাছের ছাল ঔষধি গ্রহনের আগে স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিবেন।

শেষ কথা:

অর্জুন গাছের বৈশিষ্ট্য, অর্জুন গাছের ছাল কি কাজে লাগে, এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হলো। এর অপকারের চেয়ে উপকারিতা বেশি। তাই দেরী না করে, অর্জুন গাছের ছাল কি কাজে লাগে - সেগুলো জেনে নিয়মিত এটা কাজে লাগান। অশেষ উপকার পাবেন। (25957)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url